খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ই ডিসেম্বর ২০২৫ অপরাহ্ণ ০৩:৩৪
বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম কথাসাহিত্যিক শংকর—যাঁর লেখনী দশকের পর দশক ধরে পাঠককে মুগ্ধ করে রেখেছে। তাঁর প্রকৃত নাম মণিশংকর মুখোপাধ্যায় হলেও সাহিত্যজগতে সকলেই তাঁকে শংকর নামেই চেনেন।
তাঁর লেখার প্রতি প্রথম আলোকপাত করেন সত্যজিৎ রায়। শংকরের ‘সীমাবদ্ধ’ ও ‘জনঅরণ্য’ অবলম্বনে সত্যজিৎ রায় নির্মাণ করেন স্মরণীয় চলচ্চিত্র। আর তাঁর অমর উপন্যাস ‘চৌরঙ্গী’ সিনেমায় নতুন প্রাণ পেয়েছিল উত্তম কুমারের অভিনয়ে। একসময় সাহিত্য আর সিনেমার মধ্যে যেন অনন্য এক সেতুবন্ধন তৈরি হয়েছিল।
১৯৩৩ সালের ৭ ডিসেম্বর যশোরের বনগ্রামে তাঁর জন্ম—যা বর্তমানে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার অন্তর্গত। আইনজীবী বাবা হরিপদ মুখোপাধ্যায়ের পেশাগত কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই তাঁদের পরিবার হাওড়ায় চলে আসে। সেখানেই কেটেছে তাঁর শৈশব ও সৃজনস্বপ্নের সূচনা।
জীবনের প্রথম পর্ব ছিল সংগ্রামে ভরপুর—ফেরিওয়ালা, টাইপরাইটার ক্লিনার, প্রাইভেট টিউটর, শিক্ষক থেকে শুরু করে জুট ব্রোকারের জুনিয়র কেরানি—এভাবে নানা কাজ করতে হয়েছে তাঁকে। জীবনের নানা অভিজ্ঞতা জমতে জমতেই একসময় তা পরিণত হয় মূল্যবান সাহিত্যসৃষ্টিতে। এক ইংরেজের উৎসাহেই তিনি প্রথম লেখার জগতে প্রবেশ করেন।
প্রথম উপন্যাস ‘বোধোদয়’ প্রকাশের পরই তিনি পান বিশেষ স্বীকৃতি। মহর্ষি লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তাঁকে লিখে পাঠান—
“Bright, Bold, Beporoa.”
এই তিন শব্দ যেন তাঁর সাহিত্যিক ভবিষ্যতের পূর্বাভাস হয়ে দাঁড়ায়।
নব্বইয়ের দোরগোড়াতেও তিনি সমানভাবে লিখে চলেছেন। সাম্প্রতিক সময়ে তাঁর মনোযোগ রয়েছে স্বামী বিবেকানন্দকে ঘিরে। স্বামীজীর জীবন ও দর্শন নিয়ে তাঁর লেখা ‘আমি বিবেকানন্দ বলছি’ আজও বেস্টসেলার হিসেবে বিবেচিত হয়—যেখানে পাঠকরা নতুন দৃষ্টিতে পরিচিত হন এক ভিন্নতর বিবেকানন্দের সঙ্গে।
শংকরের উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে—
কত অজানারে, চরণ ছুঁয়ে যাই, শ্রী শ্রী রামকৃষ্ণ রহস্যামৃত, আশা আকাঙ্ক্ষা, তীরন্দাজ, পটভূমি, কামনা বাসনা, অনেক দূর, সীমন্ত সংবাদ, চৌরঙ্গী, একদিন হঠাৎ, যেখানে যেমন, বাংলার মেয়ে, ঘরের মধ্যে ঘর, মানবসাগর তীরে, সোনার সংসার, সুবর্ণ সুযোগ, সীমাবদ্ধ, স্থানীয় সংবাদ প্রভৃতি।
এই বিশেষ দিনে সাহিত্যিক শংকরকে জানানো হলো আন্তরিক শুভেচ্ছা। তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও নিরন্তর সৃজনশীল যাত্রা আমাদের আনন্দের উৎস হয়ে থাকুক। বাংলা সাহিত্যের আকাশে তাঁর দীপ্তি চিরকাল অম্লান থাকুক।
খবরওয়ালা /এসএস
নেট্রকোনার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের নারিয়াপাড়া গ্রামে এক কৃষককে ঘরে শুয়ে থাকা অবস্থায় গলা ক...
বাংলা সঙ্গীতের বিশাল আকাশে এমন কিছু নক্ষত্র থাকে, যারা নিঃশব্দে আলো ছড়িয়ে দেন, এবং তাদের উজ্জ্বলতা ত...
স্পেনের ঐতিহ্যবাহী ও সবচেয়ে আলোচিত ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ আবারও শিরোনামে। তবে এবার বিষয়টি কোনও বড়...
প্রায় এক দশক পার হলেও রাজধানী ঢাকা এখনও অমীমাংসিত হত্যার ছায়া থেকে মুক্তি পায়নি। রামপুরার আবাসিক এলা...
বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতে নির্ধারিত ঋণ লক্ষ...
শনিবার বিকেলে ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতায় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকা...
সৌদি আরব সম্প্রতি বাংলাদেশ থেকে খেলোয়াড় এবং কোচ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। খবরটি ক্রিকবাজের মাধ্যমে...
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ১৩ই ডিসেম্বর সংঘটিত নিষ্ঠুর ড্রোন হামলায়...
যুক্তরাজ্যের কর্মসংস্থান বাজার গভীর পরিবর্তনের মুখোমুখি হতে যাচ্ছে, এমন সতর্কবার্তা দিয়েছেন ব্যাংক অ...
লিভারপুলের সমর্থকদের জন্য শনিবারের রাতটি ছিল একেবারেই আবেগের মিশ্রণ। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-১...
রাজধানীর কামরাঙ্গীরচরে স্কুল-সম্পর্কিত সহিংসতার একটি চাঞ্চল্যকর ঘটনায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী গু...
অস্ট্রেলিয়া তাদের অভিজাত অ্যাশেস সিরিজের জয় নিশ্চিত করল, যখন তারা এডিলেড ওভালে অনুষ্ঠিত তৃতীয় টেস...